, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের সিলেটে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার সিলেটের গোলাপগঞ্জে পদায়নের আগেই হুমকির মুখে নতুন ইউএনও শাখী ছেপ বিশ্বনাথে জেন্ডার সচেতনা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিরাইয়ে প্রশাসনের অভিযানে হকারমুক্ত ফুটপাত হাদীকে গুলি করা সন্ত্রাসীদের পালানো আটকাতে মৌলভীবাজার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সিলেটে হাওরের ভূগর্ভস্থে পানির ভয়াবহ সংকট আইন অমান্য করে সিলেটে নির্বাচনী প্রচারে ব্যস্ত বিএনপির প্রার্থীরা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: গোয়াইনঘাটে কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে মামলা শাবিপ্রবি সাস্ট এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন
প্রেসিডেন্ট মুস্তাফিজ, ভিপি সুন্নাহ, সেক্রেটারি তুহেল

শাবিপ্রবি সাস্ট এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অ্যামেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স (এআইসিএইচই) ‘সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার’-এর ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন সিইপি বিভাগের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান (সামি), সহ–সভাপতি মোহাম্মদ মুহিউস সুন্নাহ (নাদেল), সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম তুহেল এবং কোষাধ্যক্ষ অর্পিতা খানম অর্ফি। ডিপার্টমেন্ট চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সিইপি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সালাতুল ইসলাম। অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার কমিটির অ্যাডভাইজর হিসেবে একাডেমিক দিকনির্দেশনা প্রদান করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা বিভিন্ন দায়িত্বে থাকবেন, যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট, আউটরিচ, ডিজাইন ও টেকনিক্যাল, কম্পিটিশন এবং পাবলিকেশন।

এআইসিএইচই একটি আন্তর্জাতিক স্বীকৃত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সংগঠন, যা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, নেটওয়ার্কিং এবং বৈশ্বিক সুযোগ তৈরিতে সহায়তা করে। সম্প্রতি সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার এআইসিএইচই কর্তৃক “আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড ২০২৪–২৫” অর্জন করেছে।

চ্যাপ্টারের Career Spark, AIChE Orientation, K-12 STEM Outreach Program, Streamline Newsletter ও International AIChE Chapter Meet-up–এর মতো আয়োজন শিক্ষামূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছে। নতুন নেতৃত্ব পরিকল্পিত উদ্যোগ ও গবেষণা-সহায়ক কার্যক্রমের মাধ্যমে চ্যাপ্টারের জাতীয় ও আন্তর্জাতিক অবস্থান আরও দৃঢ় করবে।

জনপ্রিয়

বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের

প্রেসিডেন্ট মুস্তাফিজ, ভিপি সুন্নাহ, সেক্রেটারি তুহেল

শাবিপ্রবি সাস্ট এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন

প্রকাশের সময় : ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অ্যামেরিকান ইনস্টিটিউট অব কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স (এআইসিএইচই) ‘সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার’-এর ৫ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন সিইপি বিভাগের শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান (সামি), সহ–সভাপতি মোহাম্মদ মুহিউস সুন্নাহ (নাদেল), সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম তুহেল এবং কোষাধ্যক্ষ অর্পিতা খানম অর্ফি। ডিপার্টমেন্ট চেয়ার হিসেবে দায়িত্ব পালন করবেন সিইপি বিভাগের প্রধান প্রফেসর ড. মো. সালাতুল ইসলাম। অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার কমিটির অ্যাডভাইজর হিসেবে একাডেমিক দিকনির্দেশনা প্রদান করবেন।

কমিটির অন্যান্য সদস্যরা বিভিন্ন দায়িত্বে থাকবেন, যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট, আউটরিচ, ডিজাইন ও টেকনিক্যাল, কম্পিটিশন এবং পাবলিকেশন।

এআইসিএইচই একটি আন্তর্জাতিক স্বীকৃত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সংগঠন, যা শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, নেটওয়ার্কিং এবং বৈশ্বিক সুযোগ তৈরিতে সহায়তা করে। সম্প্রতি সাস্ট স্টুডেন্ট চ্যাপ্টার এআইসিএইচই কর্তৃক “আউটস্ট্যান্ডিং স্টুডেন্ট চ্যাপ্টার অ্যাওয়ার্ড ২০২৪–২৫” অর্জন করেছে।

চ্যাপ্টারের Career Spark, AIChE Orientation, K-12 STEM Outreach Program, Streamline Newsletter ও International AIChE Chapter Meet-up–এর মতো আয়োজন শিক্ষামূলক কার্যক্রমকে আরও সমৃদ্ধ করেছে। নতুন নেতৃত্ব পরিকল্পিত উদ্যোগ ও গবেষণা-সহায়ক কার্যক্রমের মাধ্যমে চ্যাপ্টারের জাতীয় ও আন্তর্জাতিক অবস্থান আরও দৃঢ় করবে।