মৌলভীবাজারের কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)।
গতকাল শুক্রবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীর ওপর গুলি চালানোর ঘটনায় নিরাপত্তা বাহিনী তৎপর। ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, সন্ত্রাসীরা যাতে সীমান্ত ব্যবহার করে পাশ্ববর্তী দেশে পালাতে না পারে, সে জন্য সীমান্ত এবং সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার পর থেকে আমাদের বিওপি থেকে নিয়মিত টহল চালানো হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য পলায়ন ও অবৈধ পারাপারের স্থানগুলো চিহ্নিত করে সেখানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি জোরদার করা হয়েছে, যাতে কেউ ফাঁকি দিয়ে পাশ্ববর্তী দেশে যেতে না পারে।
বিজিবি জানিয়েছে, তারা মৌলভীবাজার জেলার প্রায় ১১৫ কিলোমিটার সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি হাদীর ওপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের পলায়ন রোধে কঠোর অবস্থানে রয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি 


















