সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও নারী শান্তি সহায়ক দলের জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) উপজেলা মডেল মসজিদ হলরুমে সকাল ১০টায় প্রশিক্ষণ শুরু হয়ে বিকেল ৫ টায় সম্পন্ন হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিশ্বনাথ উপজেলা পিএফজি ও ওয়েভের সদস্যরা অংশগ্রহন করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এসি নাজমুল হুদা মিনা ও এফসি কুদরত পাশা।
কর্মশালায় বক্তারা বলেন, সমাজের টেকসই শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হলে আমাদেরকে নিজস্ব দৃষ্ঠিভঙ্গির পরিবর্তন আনতে হবে। নারীর প্রতি বৃদ্যমান বৈষম্য ও সহিংসতা দূর করতে জেন্ডার সচেতনা অপিরহার্য। সংঘাত নয়, বরং পারম্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সমতার ভিত্তিতে একটি মানবিক, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সকলে মিলে শান্তি-সম্প্রীতির বিশ্বনাথ গড়ার কাজটিতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন।
প্রশিক্ষণে অংশ গ্রহন করেন পিএফজি বিশ্বনাথ উপজেলা অ্যাম্বাসেডর প্রভাষক মোনায়েম খান, পিস অ্যাম্বাসেডর তজম্মুল আলী রাজু, কো-অর্ডিনেটর বদরুল ইসলাম মহসিন, সদস্য আবুল বসর মোহাম্মদ ফারুক, সিতাব আলী, জয়নাল আবেদীন, মোহাম্মদ কাওছার খান, মলয় ভট্রাচার্য, তরিকুল ইসলাম, হাসান মাহমুদ রিপন, হোসাইন আহমদ শাহিন, স্বপ্না শাহিন, এম. এ রব, নাজমা বেগম, রাসনা বেগম, জোসনা বেগম, আশিকুর রহমান রানা, সফিক আহমদ পিয়ার, আশিক আলী, তাজুল ইসলাম, হাসিনা বেগম, হাজেরা বেগম।

বিশ্বনাথ প্রতিনিধি 


















