সিলেট শহরের রাতের জীবন এখন নিশ্চুপ। সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন নির্দেশনা অনুযায়ী ৭ ডিসেম্বর থেকে শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান রাত সাড়ে নয়টার মধ্যে বন্ধ করতে হবে।
কিন্তু এই সিদ্ধান্ত সিলেটের পর্যটন খাতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশের অন্যতম পর্যটনকেন্দ্র কক্সবাজারের মতো, যেখানে রাতেরবেলা দোকানপাট, স্যুভেনির শপ, গ্রোসারি ও ফ্যাশন হাউস রাত গভীর পর্যন্ত খোলা থাকে, সিলেটে তা আর সম্ভব নয়।
পর্যটকরা জাফলং, সাদাপাথর, লালাখালসহ অন্যান্য দর্শনীয় স্থান পরিদর্শন শেষে সন্ধ্যার পর শহরে ফিরে এসে হোটেলে রাতের খাবার সেরে নেন। সিলেটের বিখ্যাত “পাঁচ ভাই পানসি” কিংবা দরগাহ সড়কের ফ্যাশন হাউস, চা পাতা ও বেতের ফার্নিচার দোকানগুলো সাড়ে নয়টার পর বন্ধ, ফলে পর্যটকরা শহরে প্রয়োজনীয় জিনিস কিনতে পারছেন না।
শহরের পর্যটন ব্যবসায়ীরা সতর্ক করছেন, এই নতুন নিয়ম শহরের অর্থনীতি ও পর্যটন ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পর্যটকরা কক্সবাজারের মতো রাতের কেনাকাটা ও নৈশভোজের সুবিধা পাচ্ছেন না। ফলে পর্যটকরা শহরের আকর্ষণ কম বিবেচনা করতে পারেন।
বিশেষজ্ঞরা বলছেন, রাতের এই নীরবতা সিলেটকে পর্যটন বান্ধব শহর হিসেবে অপ্রতিরোধ্য করে তুলবে না। পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে নীতিমালা পুনর্বিবেচনা করা দরকার, যাতে শহরের রাতের অর্থনীতি সচল থাকে এবং পর্যটকরা সিলেটকে আরও বেশি সময় কাটাতে আগ্রহী হয়।

নিজস্ব প্রতিবেদক 


















