, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের সিলেটে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার সিলেটের গোলাপগঞ্জে পদায়নের আগেই হুমকির মুখে নতুন ইউএনও শাখী ছেপ বিশ্বনাথে জেন্ডার সচেতনা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিরাইয়ে প্রশাসনের অভিযানে হকারমুক্ত ফুটপাত হাদীকে গুলি করা সন্ত্রাসীদের পালানো আটকাতে মৌলভীবাজার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সিলেটে হাওরের ভূগর্ভস্থে পানির ভয়াবহ সংকট আইন অমান্য করে সিলেটে নির্বাচনী প্রচারে ব্যস্ত বিএনপির প্রার্থীরা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: গোয়াইনঘাটে কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে মামলা শাবিপ্রবি সাস্ট এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: গোয়াইনঘাটে কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নারী নির্যাতনের অভিযোগে কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত ইয়াছিন আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

মামলার বাদী সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার বেটুয়ারপারের বাসিন্দা রিমেল ইসলাম। তিনি বুধবার (১০ ডিসেম্বর) গোয়াইনঘাট থানায় মামলা (নং–৮/১০/১২/২৫) দায়ের করেন। মামলায় ইয়াছিন আহমেদের পাশাপাশি তার মা কুলসুমা বেগমকেও আসামি করা হয়েছে।

অভিযুক্ত ইয়াছিন আহমেদ (২৩) গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছ গ্রামের বাসিন্দা এবং ছয়ফুল আহমদের ছেলে। অভিযোগে উল্লেখ করা হয়, ইয়াছিন নিজ গ্রামে বসবাস করলেও গোটা উপজেলাজুড়ে তার একটি শক্তিশালী কিশোর গ্যাং নেটওয়ার্ক রয়েছে। সে দীর্ঘদিন ধরে স্কুল-কলেজপড়ুয়া ছাত্রীদের পাশাপাশি গৃহবধূদেরও উত্যক্ত করে আসছিল।

সর্বশেষ অভিযোগ অনুযায়ী, ইয়াছিন তার গ্রামের এক প্রবাসীর স্ত্রী (২৬)–কে একাধিক মোবাইল ফোন নম্বর থেকে উত্যক্ত ও অশালীন প্রস্তাব দিতে থাকে। ওই নারী সব নম্বর ব্লক করে দিলে ইয়াছিন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ নভেম্বর অভিযুক্ত ইয়াছিন প্রবাসীর বাড়িতে হানা দেয় এবং ওই নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইয়াছিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে মামলাটি রুজু করে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. মনির উজ জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত ইয়াছিন আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: গোয়াইনঘাটে কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ২২ ঘন্টা আগে

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নারী নির্যাতনের অভিযোগে কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত ইয়াছিন আহমেদের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে এ মামলা দায়ের করা হয়।

মামলার বাদী সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার বেটুয়ারপারের বাসিন্দা রিমেল ইসলাম। তিনি বুধবার (১০ ডিসেম্বর) গোয়াইনঘাট থানায় মামলা (নং–৮/১০/১২/২৫) দায়ের করেন। মামলায় ইয়াছিন আহমেদের পাশাপাশি তার মা কুলসুমা বেগমকেও আসামি করা হয়েছে।

অভিযুক্ত ইয়াছিন আহমেদ (২৩) গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছ গ্রামের বাসিন্দা এবং ছয়ফুল আহমদের ছেলে। অভিযোগে উল্লেখ করা হয়, ইয়াছিন নিজ গ্রামে বসবাস করলেও গোটা উপজেলাজুড়ে তার একটি শক্তিশালী কিশোর গ্যাং নেটওয়ার্ক রয়েছে। সে দীর্ঘদিন ধরে স্কুল-কলেজপড়ুয়া ছাত্রীদের পাশাপাশি গৃহবধূদেরও উত্যক্ত করে আসছিল।

সর্বশেষ অভিযোগ অনুযায়ী, ইয়াছিন তার গ্রামের এক প্রবাসীর স্ত্রী (২৬)–কে একাধিক মোবাইল ফোন নম্বর থেকে উত্যক্ত ও অশালীন প্রস্তাব দিতে থাকে। ওই নারী সব নম্বর ব্লক করে দিলে ইয়াছিন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩ নভেম্বর অভিযুক্ত ইয়াছিন প্রবাসীর বাড়িতে হানা দেয় এবং ওই নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ইয়াছিন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগী নারীর ভাই বাদী হয়ে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দেন। পুলিশ অভিযোগটি তদন্ত করে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে মামলাটি রুজু করে।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. মনির উজ জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা দায়েরের পর থেকেই অভিযুক্ত ইয়াছিন আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।