সিলেটের দক্ষিণ সুরমায় ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন মারাত্মক আহত হয়েছেন। আহতদের দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে দক্ষিণ সুরমার লালাবাজারের ভরাউট সংলগ্ন পুলিশ ক্যাম্পের সামনে সংঘটিত এই দুর্ঘটনায় ঢাকা-সিলেট-জগন্নাথপুর রুটের একটি বাস বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করেন।
দুর্ঘটনার খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশও উদ্ধার কাজে অংশ নেন। তবে ট্রাকের চালক দুর্ঘটনায় মারাত্মকভাবে জখন হয়েছে বলে জানা গেছে।
দূর্ঘটনার কারণে উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হলেও পুলিশের দ্রুত হস্তক্ষেপে বিকেল সাড়ে ৫টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। দক্ষিণ সুরমা থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক 


















