দিরাইয়ে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার( ০৯ ডিসেম্বর ) সকালে ১০ টার দিকে দিরাই উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে র্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দিরাই উপজেলা গনমিলনায়তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার।
ইসলামিক রিলিফ দিরাই উপজেলা সমন্বয়কারী মোহাম্মদ আতিকুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের লাকী রানী দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন দাস, দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর, দিরাই থানার এস আই নিউটন মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা সরদার রুমি।
সভায় নারী নির্যাতন বিভীষিকা জয়ে রাশেদা বেগম ও দারিদ্র্যতা জয়ে বিশেষ অবদানের জন্য বাসনা বিশ্বাস কে জয়িতা হিসেবে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

দিরাই প্রতিনিধি 



















