‘সময়মত নিবন্ধন নিব, সঠিকভাবে ভ্যাট দিব’ প্রতিপাদ্যে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট- এর উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবস এবং ১০ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট সপ্তাহ -২০২৫ উদ্যাপিত হবে।
দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে বুধবার সকাল ১০ টায় গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে একটি সেমিনারের আয়োজনে করা হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আবু হান্নান দেলোয়ার হোসেন।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার খন্দকার নাজমুল হকের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী ও সিলেট অঞ্চলের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখবেন অতিরিক্ত কমিশনার মীর আবু আবদুল্লাহ আল- সাদাত ও কী-নোট পেপার উপস্থাপন করবেন যুগ্ম-কমিশনার মোহাম্মদ সালাহউদ্দিন রিজভী।
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের সহকারী কমিশনার বিকাশ চন্দ্র দেবনাথ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি 



















