আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর–১০ ডিসেম্বর) এবং বেগম রোকেয়া দিবস (৯ ডিসেম্বর) উপলক্ষে সিলেটে র্যালি, আলোচনা সভা ও ‘অদম্য নারী সম্মাননা’ প্রদান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সিলেট জেলার পাঁচ ক্যাটাগরীতে ৫ জন শ্রেষ্ট অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হবে। ১)অর্থনৈতিকভাবে সাফর্য অর্জনকারী নারী। ২) শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী, ৩) সফল জননভ নারী ৪) নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সয়গ্রামে জয়ি নারী। ৫) সামাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী।
এ উপলক্ষে সিলেট মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
আয়োজকরা জানান, র্যালি শুরু হবে মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বন্দরবাজার রাস্তা পর্যন্ত। এরপর সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং সম্মাননা প্রদান করা হবে।
“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী, (অতিরিক্ত সচিব), বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহিলা বিষয়ক অধিদপ্তরের
উপপরিচালক শাহিনা আক্তার।

প্রেস বিজ্ঞপ্তি 



















