মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মুড়াইছড়া সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহতের ঘটনায় ‘দুঃখ প্রকাশ করেছে’ ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
শুক্রবার দুপুরে উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর আইসিপি স্টেশনে দুদেশের সীমান্তরক্ষা বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে বিএসএফ ‘দুঃখ প্রকাশ’ করে বলে জানান ৪৬ বিজিবির এক কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সীমান্ত এলাকায় গরু চরাতে গিয়ে বিএসএফের গুলিতে সুখীরাম উরাং নামের এক চা শ্রমিক নিহত হন। তাৎক্ষণিক এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি।
নিহত ২৫ বছর বয়সি সুখীরাম উপজেলার মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার দাসনু উরাংয়ের ছেলে।
দুপুরে চাতলাপুর চেকপোস্টে পতাকা বৈঠকে বিজিবির পক্ষে লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া এবং ভারতের পক্ষে ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অ্যাক্টিং কমান্ডেন্ট ভাঘাত দর্শন সাহা নেতৃত্ব দেন। এ ছাড়া দুই দেশের সীমান্তরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সীমান্ত এলাকায় বিজিবির টহল বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশিরা যাতে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে না পারে সেদিকে বিশেষভাবে নজর রাখার আহ্বান জানিয়েছে বিএসএফ।
বিজিবির পক্ষে বলা হয়, বাংলাদেশি নাগরিক যদি অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে তাহলে তাকে আটক করে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে অথবা বিজিবির কাছে হস্তান্তর করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া দুদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখাতে সীমান্ত এলাকায় সৃষ্ট যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা একে অপরের সহযোগিতা ও যোগাযোগের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে সমাধান করতে সম্মত হয়েছে বিজিবি ও বিএসএফ।





















