সিলেটের পুলিশ প্রশাসনে আলোচিত ও বিতর্কিত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আহাদকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়েছে। দীর্ঘদিন ধরে তার নামে বিভিন্ন অভিযোগ, জনমতের চাপ এবং সাম্প্রতিক গোয়াইনঘাটে পুনঃপদায়নকে ঘিরে তীব্র প্রতিক্রিয়ার প্রেক্ষাপটে এই বদলি প্রশাসনিকভাবে গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছে।
পুলিশ সদর দফতর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ওসি আব্দুল আহাদের বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে তিনি নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিলে ৭ ডিসেম্বর থেকে তাৎক্ষণিক অব্যাহতির নির্দেশ কার্যকর হবে।
সম্প্রতি সিলেটে ওসি আহাদের পুনঃপদায়নের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় পর্যায়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয় সমালোচনার ঝড়। বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে।
সিলেটের গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি আরও ব্যাপক আলোচনায় আসে। সেই উত্তাপের মধ্যেই নিজের ফেসবুকে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লেখেন, ওসিগিরির খায়েশ আমার নেই।
প্রশাসন মনে করছে, এই পরিবর্তন সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ওসি আহাদ তার কর্মজীবনে প্রশংসা এবং সমালোচনার মিশ্রণে সবসময় আলোচনায় ছিলেন। ২০১৯ সালে গোয়াইনঘাট থানায় দায়িত্ব পালন করার সময় আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকার জন্য তিনি শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পান। অপরাধ দমনে তার উল্লেখযোগ্য সাফল্যের কথাও রয়েছে। তবে ২০২১ সালে দুর্নীতি দমন আইনে মামলা এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তাকে ঘিরে বড় ধরনের বিতর্কের জন্ম দেয়।

নিজস্ব প্রতিবেদক 



















