, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের সিলেটে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার সিলেটের গোলাপগঞ্জে পদায়নের আগেই হুমকির মুখে নতুন ইউএনও শাখী ছেপ বিশ্বনাথে জেন্ডার সচেতনা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিরাইয়ে প্রশাসনের অভিযানে হকারমুক্ত ফুটপাত হাদীকে গুলি করা সন্ত্রাসীদের পালানো আটকাতে মৌলভীবাজার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সিলেটে হাওরের ভূগর্ভস্থে পানির ভয়াবহ সংকট আইন অমান্য করে সিলেটে নির্বাচনী প্রচারে ব্যস্ত বিএনপির প্রার্থীরা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: গোয়াইনঘাটে কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে মামলা শাবিপ্রবি সাস্ট এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন

সিলেট প্রেসক্লাব-সাংবাদিক মশাহিদ আলী স্টুডেন্ট স্কলারশিপ প্রদান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, শিক্ষায় সাফল্য অর্জন করতে হলে সবার আগে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন করতে হবে।

তিনি বলেন, এইচএসসি পাসের পর চার বছরের শিক্ষাই শিক্ষার্থীদের পরবর্তী ধাপ নির্ধারণ করে দেয়। কাজেই, এ ধাপই হচ্ছে শিক্ষার প্রকৃত ধাপ।

তিনি শুক্রবার বিকেলে সিলেট প্রেসক্লাব-সাংবাদিক মশাহিদ স্টুডেন্ট স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেট সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।

ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহসভাপতি ও সিলেট প্রেসক্লাব-মশাহিদ স্টুডেন্ট স্কলারশীপ আয়োজন কমিটির আহ্ববায়ক খালেদ আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও স্কলারশিপপ্রাপ্তদের মধ্যে জান্নাতুল আহমদ মৌমি। শুরুতে কুরআন তেলাওয়াত করেন ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে শাবি ভিসি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আর শিক্ষার ক্ষেত্রে পিতা-মাতাই সবচাইতে বেশী ভ‚মিকা পালন করেন। চক-ডাস্টার কালচার জাপান ও চীনসহ বিশে^র বিভিন্ন দেশে চালু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে শাহজালাল বিশ্ববিদ্যালয় একটি ব্র্যান্ডের নাম। তবে, ১৭ বছরেও শাবিতে নতুন কোন বিভাগ চালু না হওয়াটা দুঃখজনক। শাবির বর্তমান প্রশাসন আল-কুরআন ও দাওয়াসহ নতুন কয়েকটি বিভাগ চালুর প্রচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের মতো আইইআর (ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ) চালুর পদক্ষেপ নেয়া হয়েছে-যা সিলেটের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ভ‚মিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সিলেট প্রেসক্লাবের সাথে জেলা প্রশাসনের একটি সুসম্পর্ক বিদ্যমান। তৎকালীন জেলা প্রশাসক ফয়েজ উল্যাহ-এই প্রেসক্লাবের জন্য ভ‚মি দান করেছিলেন-যা আমাদের জন্য গর্বের বিষয়। নিজেকে একজন মিডিয়াবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়ার সহযোগিতার কারণেই তিনি সিলেট নগরীকে হকারমুক্ত করে তাদেরকে নতুন জায়গায় পুনস্থাপন করতে পেরেছেন। তিনি সাংবাদিকদের ভালো কাজে পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন, এরই মধ্যে তিনি ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট চালু করেছেন। কৃষক কল্যাণ ট্রাস্ট চালুরও প্রক্রিয়া চলছে। তিনি স্কলারশিপপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং এ স্কলারশিপ চালু করার জন্য যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মশাহিদ আলীকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিক মশাহিদ আলী তার একজন ছাত্র। তার ছাত্র এ বৃত্তি প্রবর্তন করেছে-জেনে তিনি আনন্দিত। তিনি বলেন, শিক্ষক পরিবারের সন্তান মশাহিদ আলীর শিক্ষার প্রতি আগ্রহ বরাবরের। সেই মানসিকতা থেকেই সে এই বৃত্তি চালু করেছে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ। এ উপলক্ষে মেধাবী প্রজন্ম নামে একটি স্মরণিকাও প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে শাবি’র রেজিস্ট্রার সৈয়দ সলিম মো. আব্দুল কাদির, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসানসহ সিলেট প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের

সিলেট প্রেসক্লাব-সাংবাদিক মশাহিদ আলী স্টুডেন্ট স্কলারশিপ প্রদান

প্রকাশের সময় : ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেছেন, শিক্ষায় সাফল্য অর্জন করতে হলে সবার আগে শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক উন্নয়ন করতে হবে।

তিনি বলেন, এইচএসসি পাসের পর চার বছরের শিক্ষাই শিক্ষার্থীদের পরবর্তী ধাপ নির্ধারণ করে দেয়। কাজেই, এ ধাপই হচ্ছে শিক্ষার প্রকৃত ধাপ।

তিনি শুক্রবার বিকেলে সিলেট প্রেসক্লাব-সাংবাদিক মশাহিদ স্টুডেন্ট স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনে ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম ও সিলেট সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।

ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, ক্লাবের সিনিয়র সহসভাপতি ও সিলেট প্রেসক্লাব-মশাহিদ স্টুডেন্ট স্কলারশীপ আয়োজন কমিটির আহ্ববায়ক খালেদ আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল সিদ্দিকী ও স্কলারশিপপ্রাপ্তদের মধ্যে জান্নাতুল আহমদ মৌমি। শুরুতে কুরআন তেলাওয়াত করেন ক্লাবের সাবেক কোষাধ্যক্ষ কবীর আহমদ সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে শাবি ভিসি আরও বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আর শিক্ষার ক্ষেত্রে পিতা-মাতাই সবচাইতে বেশী ভ‚মিকা পালন করেন। চক-ডাস্টার কালচার জাপান ও চীনসহ বিশে^র বিভিন্ন দেশে চালু রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে শাহজালাল বিশ্ববিদ্যালয় একটি ব্র্যান্ডের নাম। তবে, ১৭ বছরেও শাবিতে নতুন কোন বিভাগ চালু না হওয়াটা দুঃখজনক। শাবির বর্তমান প্রশাসন আল-কুরআন ও দাওয়াসহ নতুন কয়েকটি বিভাগ চালুর প্রচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের মতো আইইআর (ইন্সটিটিউট অব এডুকেশন এন্ড রিসার্চ) চালুর পদক্ষেপ নেয়া হয়েছে-যা সিলেটের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে ভ‚মিকা রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, সিলেট প্রেসক্লাবের সাথে জেলা প্রশাসনের একটি সুসম্পর্ক বিদ্যমান। তৎকালীন জেলা প্রশাসক ফয়েজ উল্যাহ-এই প্রেসক্লাবের জন্য ভ‚মি দান করেছিলেন-যা আমাদের জন্য গর্বের বিষয়। নিজেকে একজন মিডিয়াবান্ধব ব্যক্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়ার সহযোগিতার কারণেই তিনি সিলেট নগরীকে হকারমুক্ত করে তাদেরকে নতুন জায়গায় পুনস্থাপন করতে পেরেছেন। তিনি সাংবাদিকদের ভালো কাজে পাশে থাকার অঙ্গীকার করেন। তিনি বলেন, এরই মধ্যে তিনি ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট চালু করেছেন। কৃষক কল্যাণ ট্রাস্ট চালুরও প্রক্রিয়া চলছে। তিনি স্কলারশিপপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান এবং এ স্কলারশিপ চালু করার জন্য যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক মশাহিদ আলীকে ধন্যবাদ জানান।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, সাংবাদিক মশাহিদ আলী তার একজন ছাত্র। তার ছাত্র এ বৃত্তি প্রবর্তন করেছে-জেনে তিনি আনন্দিত। তিনি বলেন, শিক্ষক পরিবারের সন্তান মশাহিদ আলীর শিক্ষার প্রতি আগ্রহ বরাবরের। সেই মানসিকতা থেকেই সে এই বৃত্তি চালু করেছে।

অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ। এ উপলক্ষে মেধাবী প্রজন্ম নামে একটি স্মরণিকাও প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানে শাবি’র রেজিস্ট্রার সৈয়দ সলিম মো. আব্দুল কাদির, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক জাবেদ আহমদ, সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসানসহ সিলেট প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।