বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন নর্থ সিলেট অঞ্চলের ৬১ তম আঞ্চলিক বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার এম আহমদ পাবলিক উচ্চ বিদ্যালয়ে আঞ্চলিক বার্ষিক সাধারণ
অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন কার্য নির্বাহী সদস্য রফিকুল ইসলাম রতনের সভাপতিত্বে ও সদস্য বিক্রম গোয়ালার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মোঃ জাকারিয়া আহমদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুর রহমান আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন ভূইয়া মিটু, আইন উপদেষ্টা এ এইচ এম জাফর চৌধুরী বুলবুল, সহ সভাপতি শেখ কাওসার আহমদ, কংকন জ্যোতি ভট্টাচার্য, সহ সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী শাওন, অর্থ সম্পাদক সুবল দাস, প্রচার সম্পাদক ইব্রাহিম মিয়া সুহেল, সাবেক সাধারণ সম্পাদক কাওসার আহমদ প্রমুখ।
সভায় বিভিন্ন চা বাগানে কর্মরত ইউনিট প্রতিনিধিরা তাদের বক্তব্যে উল্লেখ করেন, দীর্ঘ দিন থেকে বাৎসরিক বোনাস সহ অন্যান্য বকেয়া পরিশোধ করে নাই বাগান কর্তৃপক্ষ। অনেক কর্মচারী অবসরে চলে যাওয়ার পরও গ্র্যাচুইটির টাকা বকেয়া পড়ে আছে। জবাবে সংগঠনের নেতৃবৃন্দ এসকল সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করে বলেন আমরা আর অতীতের মত অবহেলিত হয়ে থাকতে চাই না। আমরা সব সময় আমাদের ন্যায্য অধিকার আদায়ে সচেষ্ট থাকতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তি 



















