সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের সংসদ সদস্য প্রার্থী, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনিরের সমর্থনে শুক্রবার (০৫ ডিসেম্বর) দিরাইয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যুব–গণ সমাবেশ। দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এ সমাবেশ ঘিরে এলাকায় ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
আয়োজক সূত্রে জানা গেছে, ৫ ডিসেম্বর শুক্রবার দুপুর ২টায় দিরাইয়ের থানা পয়েন্টে অনুষ্ঠিত হবে এই যুব–গণ সমাবেশ। সমাবেশকে জনসমুদ্রে রূপ দিতে দিরাই-শাল্লার বিভিন্ন প্রান্তে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণসহ ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির।
এছাড়া প্রধান বক্তা হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)–র ভিপি আবু সাদিক কায়েম। অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা ও মো. শাহিনুর রহমান।
আয়োজকরা জানিয়েছেন, এটি দিরাইয়ের ইতিহাসে অন্যতম বৃহত্তম সমাবেশে পরিণত হবে। সমাবেশ সফল করতে দিরাইবাসীর আন্তরিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করেছেন তারা।

মো: আয়মান মিয়া, দিরাই 



















