, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের সিলেটে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার সিলেটের গোলাপগঞ্জে পদায়নের আগেই হুমকির মুখে নতুন ইউএনও শাখী ছেপ বিশ্বনাথে জেন্ডার সচেতনা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিরাইয়ে প্রশাসনের অভিযানে হকারমুক্ত ফুটপাত হাদীকে গুলি করা সন্ত্রাসীদের পালানো আটকাতে মৌলভীবাজার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সিলেটে হাওরের ভূগর্ভস্থে পানির ভয়াবহ সংকট আইন অমান্য করে সিলেটে নির্বাচনী প্রচারে ব্যস্ত বিএনপির প্রার্থীরা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: গোয়াইনঘাটে কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে মামলা শাবিপ্রবি সাস্ট এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন

সিলেটের খাদিমনগর চা-বাগানের জমি প্লটিং করে বিক্রি, উপজেলা প্রশাসনের অভিযান

সিলেটের খাদিমনগর চা-বাগানের জমি অবৈধভাবে প্লটিং করে বিক্রি করছেন বাগানের ব্যবস্থাপক ও তার সহযোগীরা, এমন অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রাবাইয়াতের নেতৃত্বে স্থানীয় পুলিশ প্রশাসনের একটি দল খাদিমনগর এলাকায় অভিযান চালায়। এ সময় চা-বাগানের টিলায় অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি টিনের ঘর ও স্থাপনা ভেঙে দেওয়া হয়।

অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা জানান, বাগানের টিলায় দীর্ঘদিন ধরে প্লটিংয়ের কাজ চলছে এবং এতে বাগানের ব্যবস্থাপকসহ কয়েকজন জড়িত রয়েছেন। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবিবাগান কর্তৃপক্ষের জ্ঞাতসারে এই অবৈধ কার্যক্রম চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রাবাইয়াত বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। টিলা কাটার এবং অবৈধভাবে বাড়িঘর নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। এখানে সরকারি জমি দখল করে প্লটিং করা হচ্ছিল। যাদের দখলে জমি ছিল, তাদের কাছ থেকে সরকারি জমি উদ্ধার করা হয়েছে বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা বাগানের ব্যবস্থাপককে ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি সহযোগিতা করেননি। এ বিষয়ে নিয়মিত মামলা করা হবে এবং পুলিশের তদন্তে যা বেরিয়ে আসবে, তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশাসনের এই অভিযানের পর এলাকাজুড়ে অবৈধ প্লট বিক্রি ও দখলবাজি নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের

সিলেটের খাদিমনগর চা-বাগানের জমি প্লটিং করে বিক্রি, উপজেলা প্রশাসনের অভিযান

প্রকাশের সময় : ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

সিলেটের খাদিমনগর চা-বাগানের জমি অবৈধভাবে প্লটিং করে বিক্রি করছেন বাগানের ব্যবস্থাপক ও তার সহযোগীরা, এমন অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রাবাইয়াতের নেতৃত্বে স্থানীয় পুলিশ প্রশাসনের একটি দল খাদিমনগর এলাকায় অভিযান চালায়। এ সময় চা-বাগানের টিলায় অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি টিনের ঘর ও স্থাপনা ভেঙে দেওয়া হয়।

অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা জানান, বাগানের টিলায় দীর্ঘদিন ধরে প্লটিংয়ের কাজ চলছে এবং এতে বাগানের ব্যবস্থাপকসহ কয়েকজন জড়িত রয়েছেন। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবিবাগান কর্তৃপক্ষের জ্ঞাতসারে এই অবৈধ কার্যক্রম চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রাবাইয়াত বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। টিলা কাটার এবং অবৈধভাবে বাড়িঘর নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। এখানে সরকারি জমি দখল করে প্লটিং করা হচ্ছিল। যাদের দখলে জমি ছিল, তাদের কাছ থেকে সরকারি জমি উদ্ধার করা হয়েছে বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা বাগানের ব্যবস্থাপককে ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি সহযোগিতা করেননি। এ বিষয়ে নিয়মিত মামলা করা হবে এবং পুলিশের তদন্তে যা বেরিয়ে আসবে, তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশাসনের এই অভিযানের পর এলাকাজুড়ে অবৈধ প্লট বিক্রি ও দখলবাজি নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।