, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট নভেম্বরেই দিতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের খাদিমনগর চা-বাগানের জমি প্লটিং করে বিক্রি, উপজেলা প্রশাসনের অভিযান সিলেটে মাদ্রাসায় যাওয়ার পথে ১২ বছরের শিশু নিখোঁজ বিশ্বনাথে প্রবাসী এডুকেশন ট্রাস্টের কম্পিউটার প্রশিক্ষণে নতুন সংযোজন প্রকল্পের উদ্বোধন সিলেটে স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু : ন্যায়বিচারের দাবিতে পরিবারের সম্মেলন সিলেট-হবিগঞ্জ রুটে চালু হচ্ছে এসি বাস সিলেট নগরের যে সড়কে গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা দিলো পুলিশ চট্টগ্রামে ছাত্রকে বলাৎকারের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড ডাক্তারী পেশা পৃথিবীর অন্যতম মহৎ ও মানবিক পেশা : ফখরুল ইসলাম মৌলভীবাজারে প্রেমিকার আপত্তিকর ছবি ফেসবুকে প্রকাশ করায় প্রেমিক গ্রেপ্তার

সিলেটের খাদিমনগর চা-বাগানের জমি প্লটিং করে বিক্রি, উপজেলা প্রশাসনের অভিযান

সিলেটের খাদিমনগর চা-বাগানের জমি অবৈধভাবে প্লটিং করে বিক্রি করছেন বাগানের ব্যবস্থাপক ও তার সহযোগীরা, এমন অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রাবাইয়াতের নেতৃত্বে স্থানীয় পুলিশ প্রশাসনের একটি দল খাদিমনগর এলাকায় অভিযান চালায়। এ সময় চা-বাগানের টিলায় অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি টিনের ঘর ও স্থাপনা ভেঙে দেওয়া হয়।

অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা জানান, বাগানের টিলায় দীর্ঘদিন ধরে প্লটিংয়ের কাজ চলছে এবং এতে বাগানের ব্যবস্থাপকসহ কয়েকজন জড়িত রয়েছেন। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবিবাগান কর্তৃপক্ষের জ্ঞাতসারে এই অবৈধ কার্যক্রম চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রাবাইয়াত বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। টিলা কাটার এবং অবৈধভাবে বাড়িঘর নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। এখানে সরকারি জমি দখল করে প্লটিং করা হচ্ছিল। যাদের দখলে জমি ছিল, তাদের কাছ থেকে সরকারি জমি উদ্ধার করা হয়েছে বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা বাগানের ব্যবস্থাপককে ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি সহযোগিতা করেননি। এ বিষয়ে নিয়মিত মামলা করা হবে এবং পুলিশের তদন্তে যা বেরিয়ে আসবে, তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশাসনের এই অভিযানের পর এলাকাজুড়ে অবৈধ প্লট বিক্রি ও দখলবাজি নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোট নভেম্বরেই দিতে হবে : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেটের খাদিমনগর চা-বাগানের জমি প্লটিং করে বিক্রি, উপজেলা প্রশাসনের অভিযান

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে

সিলেটের খাদিমনগর চা-বাগানের জমি অবৈধভাবে প্লটিং করে বিক্রি করছেন বাগানের ব্যবস্থাপক ও তার সহযোগীরা, এমন অভিযোগে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রাবাইয়াতের নেতৃত্বে স্থানীয় পুলিশ প্রশাসনের একটি দল খাদিমনগর এলাকায় অভিযান চালায়। এ সময় চা-বাগানের টিলায় অবৈধভাবে নির্মিত বেশ কয়েকটি টিনের ঘর ও স্থাপনা ভেঙে দেওয়া হয়।

অভিযানের সময় স্থানীয় বাসিন্দারা জানান, বাগানের টিলায় দীর্ঘদিন ধরে প্লটিংয়ের কাজ চলছে এবং এতে বাগানের ব্যবস্থাপকসহ কয়েকজন জড়িত রয়েছেন। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবিবাগান কর্তৃপক্ষের জ্ঞাতসারে এই অবৈধ কার্যক্রম চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খুশনুর রাবাইয়াত বলেন, ‘অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। টিলা কাটার এবং অবৈধভাবে বাড়িঘর নির্মাণের প্রমাণ পাওয়া গেছে। এখানে সরকারি জমি দখল করে প্লটিং করা হচ্ছিল। যাদের দখলে জমি ছিল, তাদের কাছ থেকে সরকারি জমি উদ্ধার করা হয়েছে বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা বাগানের ব্যবস্থাপককে ঘটনাস্থলে আসার জন্য অনুরোধ করেছিলাম, কিন্তু তিনি সহযোগিতা করেননি। এ বিষয়ে নিয়মিত মামলা করা হবে এবং পুলিশের তদন্তে যা বেরিয়ে আসবে, তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্রশাসনের এই অভিযানের পর এলাকাজুড়ে অবৈধ প্লট বিক্রি ও দখলবাজি নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্থানীয়রা দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।