পুলিশ হেডকোয়ার্টার্র ঢাকার নির্দেশনা অনুযায়ী ৭ এপিবিএন, সিলেট কর্তৃক আয়োজিত বাংলাদেশ পুলিশে কর্মরত (কনস্টেবল হতে ইন্সপেক্টর) পদমর্যাদার সদস্যদের “নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের (৪র্থ পর্যায়ে ২ ব্যাচ)এর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে ৭ এপিবিএন সিলেট এর কনফারেন্স হলে আয়োজিত সক্ষমতা বৃদ্ধি সংক্রান্তে কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন অত্র এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)এ আর এম আলিফ।
উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার জনি লাল দেবসহ কোর্সের প্রশিক্ষক প্রশিক্ষনার্থীগন সহ বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগন।
অধিনায়ক সকল প্রশিক্ষণার্থীর উদ্দেশ্যে নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রেস বিজ্ঞপ্তি 



















