সিলেটের ওসমানীনগরে সিএনজি চালক শিপন আহমদ (২৫) হত্যার শিকার হয়েছেন।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বেগমপুর-চাতলপাড় রাস্তার পাশে কেশবখালী নদী থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিহত শিপন আহমদ দয়ামীর ইউনিয়নের রাইকধারা (গাংপাড়) গ্রামের আশরাফ আলীর ছেলে এবং ৮ মাসের কন্যার জনক।
পুলিশের প্রাথমিক ধারণা, শনিবার রাত ৮টার দিকে ভাড়া নেওয়া রেজিস্ট্রেশনবিহীন সিএনজি নিয়ে বের হওয়ার পর শিপন আর বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে, রাতে ভাড়ায় অটোরিকশা নিয়ে যাওয়ার সময় দূরবৃত্তরা তাকে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নেয়। লাশের মুখের বামপাশে কানের নিচে এবং বুকের বাম পাশে দুটি গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসমানীনগর থানার ওসি মোরশেদুল হাসান ভূইয়া জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে এবং পুলিশ হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে। নিহতের পরিবার ইতিমধ্যেই থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।
শিপনের বড় বোন শাবানা বেগম জানান, শনিবার রাতে শিপন ভাড়ায় দূরবর্তী স্থানে যাচ্ছিলেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।

ওসমানীনগর প্রতিনিধি 


















