, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন উইমেন ফর উইমেন রাইটস’র মতবিনিময় সভা অনুষ্ঠিত বিএনপি ক্ষমতায় গেলে কর্মহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : এডভোকেট জেবুন নাহার সেলিম সিলেটে সরকার নির্ধারিত মূল্যে ঔষধ বিক্রির দাবিতে সভা অনুষ্ঠিত আট দফা দাবিতে ১ নভেম্বর থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ সিলেটে অধ্যাপক ফজলুর রহমানের ‘ধর্মনিরপেক্ষ মুসলমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন সিলেটে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বিশেষ কল্যাণ সভায় হাইওয়ে পুলিশের সেবার মানোন্নয়ন প্রত্যয়ে অঙ্গীকার সিলেটে গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক পরামর্শ কর্মশালা ১৭ বছর বয়সে বিমানের পাইলট সিলেটের আহনাফ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে জমি হস্তান্তর

উচ্চমানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের পথে এক ধাপ এগিয়ে গেল সিলেট। বহু প্রতীক্ষার পর অবশেষে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নির্ধারিত জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারীর হাতে জমির কাগজপত্র তুলে দেন। জমি হস্তান্তরের এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় মোট ৭৯.১১৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। এলএ মামলা নং ০৯/২০১৯-২০ অনুযায়ী এ জমির মালিকানা ও দখল আনুষ্ঠানিকভাবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ জমি হস্তান্তরের মধ্য দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার সুবিধা নিশ্চিত করতে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দেশের উত্তর-পূর্বাঞ্চলে উচ্চমানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জমি হস্তান্তরের এই আনুষ্ঠানিকতা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয়

আজ রোববার সিলেটে একঘন্টার জন্য বন্ধ থাকবে দোকানপাট, চলবে না যানবাহন

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে জমি হস্তান্তর

প্রকাশের সময় : ৮ ঘন্টা আগে

উচ্চমানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচনের পথে এক ধাপ এগিয়ে গেল সিলেট। বহু প্রতীক্ষার পর অবশেষে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (এসএমইউ) স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য নির্ধারিত জমি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারীর হাতে জমির কাগজপত্র তুলে দেন। জমি হস্তান্তরের এ অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, সিলেট-সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় মোট ৭৯.১১৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়েছিল। এলএ মামলা নং ০৯/২০১৯-২০ অনুযায়ী এ জমির মালিকানা ও দখল আনুষ্ঠানিকভাবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাতে তুলে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এ জমি হস্তান্তরের মধ্য দিয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ দ্রুত শুরু হবে। দেশের উত্তর-পূর্বাঞ্চলে আন্তর্জাতিক মানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার সুবিধা নিশ্চিত করতে এই বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দেশের উত্তর-পূর্বাঞ্চলে উচ্চমানের চিকিৎসা শিক্ষা ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে জমি হস্তান্তরের এই আনুষ্ঠানিকতা গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।