শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের প্রবিধি চূড়ান্তকরণ কমিটির সভা মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় কমিটির সদস্য জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। এ সময় কমিটির অন্যান্য সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম ও অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।
সভায় শাকসু নির্বাচনের প্রবিধির খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রস্তাবিত সংশোধনীসমূহ উপস্থাপন করা হয়।

শাবিপ্রবি প্রতিনিধি 



















