সিলেট শহরের মিরাবাজার এলাকার মৌসুমী ৬৮, আড়পাড়া থেকে একটি পোষা বিড়াল নিখোঁজ হয়েছে। এটি একটি বিদেশী প্রজাতির পুরুষ বিড়াল। বিড়ালের মুখে ফাঙ্গালের দাগ রয়েছে এবং এটি নিউটার করা।
বিড়ালটির সন্ধান পাওয়া মাত্রই মালিককে জানাতে অনুরোধ করা হয়েছে। সন্ধান দাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়েছে।
যোগাযোগ: 01893381594
ঠিকানা: মৌসুমী ৬৮, আড়পাড়া, মিরাবাজার, সিলেট।

নিজস্ব প্রতিবেদক 



















