সাদাপাথর লুটপাটের ঘটনায় অভিযুক্ত সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনানকে বদলি করা হয়েছে। তার পরিবর্তে পদায়ন করা হয়েছে পরিদর্শক রতন শেখকে।
রোববার (৩১ আগস্ট) সিলেটের পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, বদলির বিষয়টি আমি শুনেছি, কিন্তু কোন কাগজ এখনো পাইনি।
তার পরিবর্তে আসা রতন শেখ শরীয়তপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। তিনি ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি সিলেট জেলা পুলিশে কর্মরত আছেন।
রতন শেখ জানান, কোম্পানীগঞ্জের ওসি হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়টা শুনেছি, তবে কোনো নোটিশ হাতে পাইনি, নোটিশ পেলে যোগ দেবো।
গত বছরের ৫ আগস্ট থেকে সিলেটের বিভিন্ন পাথর কোয়ারিতে লুটপাট শুরু হয়। বিশেষ করে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ পাথর কোয়ারি লুটপাট করা হয়। এছাড়া জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহে সাদা পাথরে নজিরবিহীন লুটপাট চলে। এর প্রেক্ষিতে গত ১৩ আগস্ট দুর্নীতি দমন কমিশন (দুদক) ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দায় দেখা হয়। এ নিয়ে সমালোচনা মুখর হয়ে ওঠে সিলেটসহ সারাদেশ। এর প্রেক্ষিতে সমালোচিত হন ওসি উজায়ের আল মাহমুদ আদনান।
তার সম্পর্কে দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, তিনিসহ সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যরা অবৈধ পাথর ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন অংকের কমিশন গ্রহণ করে সাদাপাথর লুটপাটে সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন।

কোম্পানীগঞ্জ প্রতিনিধি 



















