সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম, শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতি, পাঠদানের মান, অবকাঠামোগত সুযোগ-সুবিধা এবং সামগ্রিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।
এরই ধারাবাহিকতায় রবিবার (৩১ আগস্ট) উপজেলার লক্ষণাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয় এবং এলবি গ্রিন ফ্লাওয়ার উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।
তিনি এসময় শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার। এজন্য শিক্ষকগণকে শ্রেণিকক্ষে আরও উদ্ভাবনী ও শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদানে মনোযোগী হওয়ার বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় গোলাপগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষার মান আরও সমৃদ্ধ হবে।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী মজুমদার সহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।