সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ১১টি গরু ও ১টি মহিষ জব্দ করেছে বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। জব্দ করা গরু-মহিষের বাজারমূল্য ১০ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার (পিএসসি) জানান- গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-এর দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ি বিওপি’র একটি টহল দল গুয়াবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮টি ভারতীয় গরু আটক করে।
এ ছাড়া একই দিনে জৈন্তাপুর এবং লালাখাল বিওপির পৃথক টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে আরও ৩টি ভারতীয় গরু ও ১টি মহিষ জব্দ করে। এগুলোর সিজারমূল্য ৩ লাখ ৯০ হাজার টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. জুবায়ের আনোয়ার, পিএসসি বলেন, “সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ভারতীয় পশুগুলো জব্দ করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এস এ শফি, সিলেট
মোবাঃ ০১৭১২৩১৭৯৬৩
তারিখ ২৯/০৮/২৫