, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের সিলেটে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার সিলেটের গোলাপগঞ্জে পদায়নের আগেই হুমকির মুখে নতুন ইউএনও শাখী ছেপ বিশ্বনাথে জেন্ডার সচেতনা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিরাইয়ে প্রশাসনের অভিযানে হকারমুক্ত ফুটপাত হাদীকে গুলি করা সন্ত্রাসীদের পালানো আটকাতে মৌলভীবাজার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সিলেটে হাওরের ভূগর্ভস্থে পানির ভয়াবহ সংকট আইন অমান্য করে সিলেটে নির্বাচনী প্রচারে ব্যস্ত বিএনপির প্রার্থীরা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: গোয়াইনঘাটে কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে মামলা শাবিপ্রবি সাস্ট এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন

হযরত শাহপরান (রহ.) মাজারে ২ দিনব্যাপী ওরস শুরু

সিলেটের শাহপরাণস্থ দরগাহ-ই-হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দুই দিনব্যাপী পবিত্র ওরস শুরু হয়েছে। তবে এবার অতীতের মতো কোনো আনুষ্ঠানিক আয়োজন থাকছে না। শুধু কোরআন খতম, জিকির-আজকার, দোয়া দরুদ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কোরআন খতমের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। মাজার কর্তৃপক্ষ জানায়, গান-বাজনাসহ সব ধরনের অতীতের সব কার্যক্রম এ বছর বন্ধ রাখা হয়েছে।

খাদেম আব্দুল আজিজ জানান, মাজারের পবিত্রতা রক্ষা ও জিয়ারতের পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে ঐতিহ্যগত আনুষ্ঠানিকতা রাখা সম্ভব হয়নি। শিরনি বিতরণও থাকছে না।

পুলিশ কমিশনার রেজাউল করিম দুদিন আগে জানান, ‘পবিত্র ওরস চলাকালীন মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মাজার এলাকা ও আশপাশে যেন কোনোভাবে নাচ-গান, অইসলামিক কোনো কার্যকলাপ না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।’

প্রসঙ্গত, গত বছর ওরস উপলক্ষে দুর্বৃত্তদের হামলায় শাহপরাণ মাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে অন্তত ২০ জন আহত হন। সে অভিজ্ঞতার কারণে এবার কেবল দোয়া, খতম ও মিলাদ মাহফিলে সীমাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।

জনপ্রিয়

বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের

হযরত শাহপরান (রহ.) মাজারে ২ দিনব্যাপী ওরস শুরু

প্রকাশের সময় : ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫

সিলেটের শাহপরাণস্থ দরগাহ-ই-হজরত শাহপরাণ (রহ.)-এর মাজারে দুই দিনব্যাপী পবিত্র ওরস শুরু হয়েছে। তবে এবার অতীতের মতো কোনো আনুষ্ঠানিক আয়োজন থাকছে না। শুধু কোরআন খতম, জিকির-আজকার, দোয়া দরুদ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে মাজার কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কোরআন খতমের মাধ্যমে ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়। মাজার কর্তৃপক্ষ জানায়, গান-বাজনাসহ সব ধরনের অতীতের সব কার্যক্রম এ বছর বন্ধ রাখা হয়েছে।

খাদেম আব্দুল আজিজ জানান, মাজারের পবিত্রতা রক্ষা ও জিয়ারতের পরিবেশ নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে ঐতিহ্যগত আনুষ্ঠানিকতা রাখা সম্ভব হয়নি। শিরনি বিতরণও থাকছে না।

পুলিশ কমিশনার রেজাউল করিম দুদিন আগে জানান, ‘পবিত্র ওরস চলাকালীন মাজারের পবিত্রতা ও ধর্মীয় মর্যাদা অক্ষুণ্ন রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। মাজার এলাকা ও আশপাশে যেন কোনোভাবে নাচ-গান, অইসলামিক কোনো কার্যকলাপ না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে।’

প্রসঙ্গত, গত বছর ওরস উপলক্ষে দুর্বৃত্তদের হামলায় শাহপরাণ মাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে অন্তত ২০ জন আহত হন। সে অভিজ্ঞতার কারণে এবার কেবল দোয়া, খতম ও মিলাদ মাহফিলে সীমাবদ্ধ থাকার নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।