, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের সিলেটে র‌্যাবের অভিযানে অস্ত্রসহ বিস্ফোরক উদ্ধার সিলেটের গোলাপগঞ্জে পদায়নের আগেই হুমকির মুখে নতুন ইউএনও শাখী ছেপ বিশ্বনাথে জেন্ডার সচেতনা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দিরাইয়ে প্রশাসনের অভিযানে হকারমুক্ত ফুটপাত হাদীকে গুলি করা সন্ত্রাসীদের পালানো আটকাতে মৌলভীবাজার সীমান্তে বিজিবির কঠোর অবস্থান সিলেটে হাওরের ভূগর্ভস্থে পানির ভয়াবহ সংকট আইন অমান্য করে সিলেটে নির্বাচনী প্রচারে ব্যস্ত বিএনপির প্রার্থীরা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: গোয়াইনঘাটে কিশোর গ্যাং লিডারের বিরুদ্ধে মামলা শাবিপ্রবি সাস্ট এআইসিএইচই স্টুডেন্ট চ্যাপ্টারের নতুন কমিটি গঠন

সিলেটের তামাবিলে চোরাই পণ্যের নিলাম নিয়ে ছাত্রদল-শ্রমিক সংঘর্ষ, আহত ১০

সিলেটের তামাবিল স্থলবন্দরে জব্দকৃত ভারতীয় চোরাই পণ্য নিলামে ক্রয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ছাত্রদল নেতাকর্মী ও স্থলবন্দর শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১ টার দিকে গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন গুরুতর আহত হন। এসময় বিভিন্ন দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি মনির হোসেন গুরুতর আহত হয়ে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখাড়াও আরো ৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে স্থানিয়রা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনায় তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের (রেজি নং- চট্ট-২২১৪) সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন বাদী হয়ে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার তামাবিল শুল্ক স্টেশনে জব্দকৃত ভারতীয় মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাই পণ্য বিক্রির নিলাম কার্যক্রম ছিল। সে সময় পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন, সদস্য সচিব এম. শাহীন আলম, যুগ্ম আহ্বায়ক সুলেমান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ ইলিয়াস উপস্থিত হয়ে নিলামের নিয়ন্ত্রণ নিতে চাইলে ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের আটক করে রাখে।

পরে ছাত্রদল তাদের ফোন পেয়ে আরও কয়েকজন ঘটনাস্থলে গিয়ে নিলাম কাজে বাধা দেন উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অনেকে আহত হন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, ঘটনার সময় তিনি সিলেট শহরে কনফারেন্সে ছিলেন। বিকেলে এসে ঘটনাটি জানতে পারেন। নিলামে দুইটি গ্রুপ ছিল। এর একটি গ্রুপের পক্ষে নিলাম পাইয়ে দেওয়ার পক্ষে ছিলেন জৈন্তাপুর উপজেলা ছাত্রদল এবং অন্য গ্রুপে ছিলেন শ্রমিক সংগঠনের নেতা।

তিনি বলেন, শ্রমিক সংগঠনের সভাপতি একটি গ্রুপের পক্ষে ছিলেন। এ নিয়ে সংঘর্ষ হয় এবং শ্রমিক সংগঠনের সভাপতিসহ আরও অনেকে আহত হয়েছেন।

অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমদ।

জনপ্রিয়

বিয়ে করে ফ্রান্সে নিয়ে জানতে পারেন স্ত্রী অন্যের

সিলেটের তামাবিলে চোরাই পণ্যের নিলাম নিয়ে ছাত্রদল-শ্রমিক সংঘর্ষ, আহত ১০

প্রকাশের সময় : ০৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৭ আগস্ট ২০২৫

সিলেটের তামাবিল স্থলবন্দরে জব্দকৃত ভারতীয় চোরাই পণ্য নিলামে ক্রয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ছাত্রদল নেতাকর্মী ও স্থলবন্দর শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা গেছে।

বুধবার (২৭ আগস্ট) সকাল ১১ টার দিকে গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন গুরুতর আহত হন। এসময় বিভিন্ন দোকানপাট ভাঙচুর ও লুটপাট চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি মনির হোসেন গুরুতর আহত হয়ে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এখাড়াও আরো ৯ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। খবর পেয়ে স্থানিয়রা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এই ঘটনায় তামাবিল স্থলবন্দর শ্রমিক ট্রেড ইউনিয়নের (রেজি নং- চট্ট-২২১৪) সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন বাদী হয়ে জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার তামাবিল শুল্ক স্টেশনে জব্দকৃত ভারতীয় মোটরসাইকেলসহ বিভিন্ন চোরাই পণ্য বিক্রির নিলাম কার্যক্রম ছিল। সে সময় পার্শ্ববর্তী জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বদরুল আলম শাওন, সদস্য সচিব এম. শাহীন আলম, যুগ্ম আহ্বায়ক সুলেমান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবদুল্লাহ ইলিয়াস উপস্থিত হয়ে নিলামের নিয়ন্ত্রণ নিতে চাইলে ব্যবসায়ী ও শ্রমিকরা তাদের আটক করে রাখে।

পরে ছাত্রদল তাদের ফোন পেয়ে আরও কয়েকজন ঘটনাস্থলে গিয়ে নিলাম কাজে বাধা দেন উপজেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এ সময় দুই পক্ষে সংঘর্ষ বাঁধে। এতে উভয় পক্ষের অনেকে আহত হন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, ঘটনার সময় তিনি সিলেট শহরে কনফারেন্সে ছিলেন। বিকেলে এসে ঘটনাটি জানতে পারেন। নিলামে দুইটি গ্রুপ ছিল। এর একটি গ্রুপের পক্ষে নিলাম পাইয়ে দেওয়ার পক্ষে ছিলেন জৈন্তাপুর উপজেলা ছাত্রদল এবং অন্য গ্রুপে ছিলেন শ্রমিক সংগঠনের নেতা।

তিনি বলেন, শ্রমিক সংগঠনের সভাপতি একটি গ্রুপের পক্ষে ছিলেন। এ নিয়ে সংঘর্ষ হয় এবং শ্রমিক সংগঠনের সভাপতিসহ আরও অনেকে আহত হয়েছেন।

অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফায়েল আহমদ।