সম্মানিত আমীরে জামায়াত জননেতা ডা. শফিকুর রহমান আজ পবিত্র ঈদুল ফিতরের সালাত আদায় করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।
তিনি সোমবার ৭টায় জাতীয় মসজিদের ১ম ঈদের জামায়াতে অংশগ্রহণ করেন এবং মোনাজাতে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। ঈদের সালাত আদায় শেষে আমীরে জামায়াত সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মুসল্লীদের সাথে ঈদের কুশল বিনিময় করেন। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর ড. এড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও জনাব কামাল হোসাইনসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

প্রতিদিনের সিলেটে ডেস্ক 
























