সিলেট মহানগরীতে জুয়া বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও মোগলাবাজার থানা পুলিশ। পৃথক দুই অভিযানে মোট ১৬ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
ডিবি পুলিশের অভিযান:
৩০ নভেম্বর (রাত ১১টা ৩০ মিনিটে) এসএমপি ডিবির একটি বিশেষ টিম এয়ারপোর্ট থানাধীন বুরজান চা বাগান উত্তর লাইনের ফরিদ স্টোর এলাকায় অভিযান চালায়। এসময় প্রকাশ্যে ‘ঝাণ্ডু-মুন্ডু’ জুয়া খেলাকালে ১২ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারদের সবার পরিচয় নিশ্চিত করেছে পুলিশ এবং জানিয়েছে যে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: মাসুক আহমদ (৩৫), স্বন্দীপ চাষা (২৭), সুমন দেবনাথ (৩২), ফরিদ আহমদ (২৮), রহিম মিয়া (৪০), খোকন মিয়া (৩৫), সেবুল আহমদ (৫৫), নজরুল ইসলাম (৩২), রেদোয়ান আহমদ (৩০), রুনু আহমদ (৪০), মো. রাজু (৩৪) ও মোহাম্মদ আলী (৫৫)। তাদের মধ্যে বেশিরভাগই খাদিম চা বাগান, শাহপরাণ ও এয়ারপোর্ট থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
মোগলাবাজার থানার অভিযান:
১ ডিসেম্বর রাত ১টা ৩০ মিনিটে এসআই মো. শাহজালাল শুভ’র নেতৃত্বে মোগলাবাজার থানা পুলিশ পাঠানপাড়া এলাকার একটি দোকানে (ফারিয়া স্টোর) হঠাৎ অভিযান চালায়। এসময় জুয়া খেলারত অবস্থায় আরও ৪ জনকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন: রাসেল (৩৫), মো. ফারুখ মিয়া (৩৫), মো. মনির হোসেন (২৫) ও আব্দুল করিম (৩০)। তারা সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এলাকার হলেও বর্তমানে সিলেটের কদমতলী এলাকায় বসবাস করতেন।
এ ঘটনায় মোগলাবাজার থানায় নন-এফআইআর নং ৮৯, তারিখ ০১/১২/২০২৫ খ্রি:, সিলেট মহানগরী পুলিশ আইন ২০০৯-এর ৯৫ ধারায় মামলা রুজু করে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিজস্ব প্রতিবেদক 





















