সিলেটের বিশ্বনাথে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার সৎ চাচাকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ র্যাবের একটি দল বিশ্বনাথ থানার সিংগেরকাছ এলাকায় অভিযানে গিয়ে অভিযুক্ত সেবুল মিয়াকে (২৫) আটক করে।
গ্রেপ্তারকৃত সেবুল মিয়া বিশ্বনাথ উপজেলার মাঝগাঁও সিংগেরকাছ গ্রামের মৃত আমির আলী পুত্র। ধৃত সেবুলকে পরে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
র্যাবের তথ্য মতে, সেবুল মিয়া ওই কিশোরীর সৎ চাচা এবং তারা একই বাড়িতে বাস করতেন, albeit পৃথক ঘরে। অভিযোগ রয়েছে, গত ৪ ডিসেম্বর বিকেলে সেবুল কিশোরীর ছোট বোনকে তাদের বাবার মোবাইল ফোন আনতে বলেন। ছোট বোনের সঙ্গে কিশোরী সেবুলের ঘরে গেলে সে দরজা বন্ধ করে দেয় এবং ছোট বোনকে বাইরে যেতে বলে।
পরে ছোট বোন ঘরে ফিরে গিয়ে কিশোরীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। অভিযোগ রয়েছে, এ সময় সেবুল কিশোরীকে ঘটনাটি কাউকে জানালে ভয়ভীতি ও হুমকি দেয়। পরে কিশোরী পরিবারের সদস্যদের কাছে ঘটনাটি উল্লেখ করে এবং জানায় যে সেবুল তাকে আটক রেখে ধর্ষণ করেছে।
এই ঘটনায় কিশোরীর বাবা বিশ্বনাথ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকে সেবুল মিয়া পলাতক ছিলেন, তবে র্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
র্যাব জানিয়েছে, এই ঘটনাটি আইনগত প্রক্রিয়ার আওতায় এনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক 


















