সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের খাগাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী মুকুল ঠাকুর ধামাইল উৎসব পালিত হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিনব্যাপী বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মুকুল ঠাকুর ধামাইল উৎসব–২০২৫।
খাগাউড়া গ্রামবাসী, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি ও দিরাই উপজেলা শাখার যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ উৎসবকে ঘিরে এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
উৎসবের প্রধান অতিথি ছিলেন ১ নং রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গীতি কবি মুকুল ঠাকুর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্রুপদ চৌধুরী নূপুর, ভারপ্রাপ্ত কার্যকরী সভাপতি, চিনু চক্রবর্তী, সাধারণ সম্পাদক, নিপ্রেশ তালুকদার রানু, দপ্তর সম্পাদক, মোশাররফ হোসেন মুছা, সহ-সভাপতি; সুপ্রভা রানী কর, কোষাধ্যক্ষ; নিপা সূত্রধর, সাংস্কৃতিক সম্পাদক, বাউল শিমুল পাল, নির্বাহী সদস্য বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটি।
এ ছাড়া দিরাই উপজেলা শাখার সভাপতি বাউল অসীম রায় চৌধুরীও অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উৎসবের সমন্বয়ক ছিলেন দেবদাস চৌধুরী (আমেরিকা প্রবাসী) ও সঞ্জয় কুমার রায় শিপলু (ইতালি প্রবাসী)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রিবেন তালুকদার, উপদেষ্টা, খাগাউড়া সংগীতালয়। সঞ্চালনায় ছিলেন রাহুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ, দিরাই উপজেলা শাখা।
দিনব্যাপী উৎসবে মোট ১৪টি ধামাইল দল পরিবেশনায় অংশ নেয়।
দলগুলো হলো শিমুল পাল ধামাইল সংঘ দিরাই, আন্তর্জাতিক রাধারমণ ধামাইল সংস, শান্তিগঞ্জ, কনকচাঁপা ধামাইল দল (শান্তিগঞ্জ), এস.পি. জলপদ্ম ধামাইল সংঘ, কৃষ্ণকলি ধামাইল দল (ছাতক), লোকসংগীত ধামাইল দল (দিরাই), অগ্নিবীণা ধামাইল দল (দিরাই), পিয়াইন ধামাইল দল (খাগাউড়া), নতুন কুঁড়ি ধামাইল দল (খাগাউড়া), সোমেশ্বরী ধামাইল দল (শাল্লা), গানের ছোঁয়া ধামাইল দল (শাল্লা), গানের পাখি ধামাইল দল, সৃজন রায় ধামাইল দল (দিরাই) ও পার্শি ধামাইল দল (শ্রীনারায়ণপুর)।
উৎসবমঞ্চে দিনব্যাপী ধামাইল, লোকসংগীত ও ঐতিহ্যবাহী নাচ-গানের পরিবেশনায় প্রাঙ্গণজুড়ে সৃষ্টি হয় প্রাণোচ্ছল আমেজ। স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

দিরাই প্রতিনিধি 


















