সিলেট-৩ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ বলেছেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগের সীমাহীন জুলুম-নির্যাতনের বিরোধী জেগে উঠা ছাত্রজনতাকে সাথে নিয়ে এনসিপি দুর্নীতি ও বৈষম্যমুক্ত দেশ গড়তে চায়। আমাদের একটাই চাওয়া, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা। দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের উন্নয়নের জন্য কাজ করতে আমি সংসদ সদস্য প্রার্থী হয়েছি। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের শাপলাকলি মার্কায় ভোট চাই।
তিনি বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে বালাগঞ্জে প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন।
বালাগঞ্জ উপজেলা সদরস্থ লতিফা কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময়কালে এনসিপি সিলেট জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার কামরুল আরিফ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, জেলা এনসিপির জুলাই গণঅভূত্থান ও মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, জেলা সদস্য সুহেল আহমেদ মূসা, সাদী, গিয়াস উদ্দিন, জাতীয় যুব শক্তি সিলেট জেলার যুগ্ম আহব্বায়ক সাবের আহমেদ চৌধুরী, সদস্য তারেক আহমেদ, রাহাত আহমেদ রাজ, ছাত্র শক্তি সিলেট জেলার সদস্য ফারহান চৌধুরী, জামিল আহমেদ, তাকি, স্থানীয় নেতা শাহীন উদ্দিন, আজির উদ্দিন, ফখই মিয়া প্রমুখ নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।
এ সময় বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক মো. আমির আলী, কোষাধ্যক্ষ শুয়েবুর রহমান, সদস্য মুহিব হাসান, কবির আহমদ, আতাউর রহমান কাওছার, আবু তাহের, শিমুল আহমদ, জাহেদ আহমদ, সুহেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় ব্যারিস্টার নূরুল হুদা জুনেদ আরও বলেন, জাতীয় পর্যায়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনে স্বচ্ছতা এবং চলমান বৈষম্য দূরীকরণে আমরা কাজ করতে চাই। আমি নিজে পরিদর্শন করে দেখেছি, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বিভিন্ন এলাকায় এখনও মানুষকে সীমাহীন দুঃখ-দুর্ভোগ পোহাতে হচ্ছে। মানুষের দুঃখ-দুর্ভোগ দূর করতে হলে উন্নত শিক্ষা, স্বাস্থ্য, কৃষি প্রযুক্তি, নদী-খাল খনন ও উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি বলেন, আর সবকিছুর মূলে ছাত্র সমাজের জন্য শিক্ষার পাশাপাশি যুব সমাজকে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব হিসেবে সম্পদে গড়ে তুলতে হবে।

বালাগঞ্জ প্রতিনিধি 



















