ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলা প্রশাসন নির্বাচনি এলাকায় থাকা সকল প্রচারণা সামগ্রী অপসারণের নির্দেশ দিয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অধিশাখা নির্বাচন পরিচালনা-২-এর উপসচিব মোহাম্মদ মনির হোসেন বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) তফসিল ঘোষণার পর এই নির্দেশ জারি করেন।
সিলেট জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, তফসিল ঘোষণার পর ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থী বা সম্ভাব্য প্রার্থীরা তাদের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, তোরণ, ঘের, প্যান্ডেল, আলোকসজ্জাসহ সকল নির্বাচনি প্রচারণা সামগ্রী নিজ খরচে অপসারণ করবেন।
নির্দেশনায় আরও বলা হয়, এই কার্যক্রম বাস্তবায়নে সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সকল স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয় শাখা, মিডিয়া সেল, শিক্ষা ও কল্যাণ শাখা) তানভীর হোসাইন সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক 



















