সিলেটসহ সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি আচরণবিধি প্রতিপালনের জন্য শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে মাঠে নামবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ বিষয়ে চিঠি পাঠিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯–এর আওতায় আচরণবিধি নিশ্চিত করতে প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
চিঠিতে আরও বলা হয়েছে, এই নির্দেশনা অনুযায়ী প্রতিটি উপজেলা/থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নির্বাচনি প্রস্তুতি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং প্রশাসনিকভাবে নির্বাচনের পরিবেশকে শৃঙ্খলাপূর্ণ ও স্বচ্ছ রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক 



















