বিয়ানীবাজার পৌরশহরে সাংবাদিক এটিএম তুরাবের নামে নির্মিত শহীদ তুরাব চত্বরে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এমরান আহমেদ চৌধুরীর ফেস্টুন দিয়ে দখল করার ঘটনায় তীব্র সমালোচনা উঠেছে।
তুরাবের সহকর্মীরা বিষয়টি অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেছেন, শহীদ তুরাবের নামে তৈরি চত্বরটি কোনো ব্যানার বা ফেস্টুনের জায়গা নয়।
এদিকে, এ বিষয়ে সরাসরি এমরান আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। স্থানীয় সাংবাদিক ও তুরাবের সহকর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, যদি আজকের মধ্যে ফেস্টুন সরানো না হয়, তাহলে তারা মাঠে নামবেন।

নিজস্ব প্রতিবেদক 



















