সুনামগঞ্জের দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন।
বুধবার ( ১০ ডিসেম্বর ) সকাল ১০ টায় দিকে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, হাওরের বোরো জমির সেচের পানি নিয়ে ওই গ্রামের রিপন মিয়া ও ছাব্বির মিয়ার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে গুরুতর আহত দের মধ্যে ,ফজলুল হক(৭০),রুমন মিয়া (২০), বিল্লাল আহমদ(২৯), রুমান(২৭), আব্দুর রহিম (৭৫), শফিকুল ইসলাম (৩০) উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্যান্য দের মধ্যে, সাব্বির মিয়া(৪৮), আলিনুর (৩২), জাকির হোসেন (৪৭), সানু মিয়া (৩৪), লিমন মিয়া(১৯), তোফাজ্জুল মিয়া (১৮), আব্দুল কাহার (৭০), জিয়াউর (৪৫), ইমাদ রহমান(১৯), আমিরুল হক (৪০), দিলদার মিয়া (৩২), শিপন মিয়া (৩৫), মিঠু রেজা (২২) কে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাজিয়া মানানুল ইসলাম।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন,বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

দিরাই প্রতিনিধি 



















