সিলেটের মেন্দিবাগ এলাকার বহুল আলোচিত ক্রীড়া কমপ্লেক্সের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের নাম সরিয়ে নতুন নাম রাখা হয়েছে ‘সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স’।
জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ইয়াহইয়া ফজল জানান, নাম পরিবর্তনের বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সম্প্রতি আনুষ্ঠানিক চিঠি এসেছে। পরিষদের আওতাধীন এই অবকাঠামোর দৈনন্দিন ব্যবস্থাপনা দেখভাল করে সিলেট জেলা ক্রীড়া সংস্থা।
প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কমপ্লেক্সটি উদ্বোধন করেছিলেন তৎকালীন অর্থমন্ত্রী মুহিত, ২০১৪ সালে। ব্যাডমিন্টন কোর্ট, জিমনেসিয়াম, কাবাডি কোর্ট, ফুটবল মাঠ, লন টেনিস কোর্ট, সুইমিং পুল, আবাসিক হোস্টেলসহ আধুনিক সুবিধার সমন্বয়ে এটি সিলেটের অন্যতম বড় ক্রীড়া অবকাঠামো।
শুরুর দিকে কমপ্লেক্সটির নাম ছিল ‘সিলেট জেলা ক্রীড়া কমপ্লেক্স’। পরে ২০১৫ সালে সিলেট জেলা ক্রীড়া সংস্থা তাঁর অবদানের স্বীকৃতি হিসেবে নাম পরিবর্তন করে আবুল মাল আবদুল মুহিতের নামে করে। প্রায় এক দশক পরে সেই নামই এখন বাতিল করে নতুন নামে কমপ্লেক্সটিকে পরিচিত করা হলো।

নিজস্ব প্রতিবেদক 



















