মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাসনি পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার ভেতরে ট্রলি গাড়ির (ফর্কলিফট) ধাক্কায় মার্জিয়া বেগম (৪০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার সকালে ভুনবীর ইউনিয়নের সরকারবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মার্জিয়া পাত্রীকুল গ্রামের তেপাড়া এলাকার আব্দুল হাসিম মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আটটার দিকে পরিচ্ছন্নতার কাজ করার সময় পিছন থেকে পলি বহনকারী একটি ট্রলি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে কারখানার গেট ভেঙে ভেতরে ঢুকে অফিস, যন্ত্রপাতি, সিসি ক্যামেরা, কম্পিউটারসহ বেশ কিছু মূল্যবান সামগ্রী ভাঙচুর ও লুটপাট করে বলে অভিযোগ করেছে কারখানা কর্তৃপক্ষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় ইউপি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কারখানার ব্যবস্থাপক দিদারুল ইসলাম শাকিল বলেন, দুর্ঘটনায় আমাদের এক নারী শ্রমিক মারা গেছেন। পাশাপাশি কারখানায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিচ্ছি।
এ ঘটনায় ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়া ও গালিগালাজের অভিযোগও পাওয়া গেছে। পরে তাদের ফোন ফেরত দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। নিহতের পরিবারকে কারখানার পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হবে।

মৌলভীবাজার প্রতিনিধি 



















