বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার ডিস্ট্রিবিউটর এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স এসোসিয়েশন, সিলেট বিভাগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) রাত ৭টা ৩০ মিনিটে দক্ষিণ সুরমার পেট্রোলিয়াম ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি জুবায়ের আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা আখতার ফারুক লিটন,সিনিয়র সহ সভাপতি সুলতান মো. ইদ্রিছ লেদু,সহ সভাপতি সিরাজুল হোসেন আহমদ আলমগীর,ফয়জুল ইসলাম,খান মো. ফরিদ উদ্দিন বাবর,সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক রুবেল,কোষাধ্যক্ষ মো. রিয়াদ উদ্দিন, সহকোষাধ্যক্ষ
মনিরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল মোমিন, প্রচার সম্পাদক মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ,কার্যকরী সদস্য
জুবের আহমদ চৌধুরী খোকন, লোকমান আহমদ মাছুম, মশিউর রেজা চৌধুরী, রফিকুল ইসলাম।
সভায় পেট্রোলিয়াম এসোসিয়েশন সিলেটের নতুন অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার আয়োজনের সিদ্ধান্ত গ্রহন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান প্রস্তুতির জন্য হুমায়ুন আহমেদকে আহবায়ক,
এনামুল হক রুবেলকে সদস্য সচিব,রিয়াদ উদ্দিন, রফিকুল ইসলামকে সদস্য করে প্রস্তুত কমিটি গঠন করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি 



















