সিলেটের কাঁচাবাজারে শীতের ভরা মৌসুমেও সবজির দাম কমার কোনো লক্ষণ নেই। শুক্রবার (২৮ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে শহরের বিভিন্ন পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা গেছে—গড়ে ৫০ টাকার নিচে কোনো সবজি মিলছে না।
বাজারে দেখা যায়, শিম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০–১২০ টাকা, আর গোয়ালগাদ্দা জাতের বিশেষ শিমের দাম খুচরায় ২২০–২৪০ টাকা।
টমেটোর পাইকারি মূল্য ৯০–১০০ টাকা, যা খুচরায় বেড়ে হয়েছে ১২০–১৪০ টাকা।
ফুলকপি পাইকারিতে ৬০ টাকা, খুচরায় ৭০–৮০ টাকা।
বাঁধাকপির দাম পাইকারিতে ৫০ টাকা, খুচরায় ৬০ টাকা। মুলা পাইকারিতে ৬০ টাকা, খুচরায় ৭০ টাকা।
আলুর পাইকারি দাম ২৫ টাকা, তবে খুচরায় ৩০ টাকাতেই বিক্রি হচ্ছে।
এছাড়া বেগুন, বরবটি, ঝিঙা, ধনেপাতা, শসাসহ প্রায় সব সবজির দাম আগের সপ্তাহের তুলনায় কমেনি।
সবজির লাগামহীন দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা বলছেন, “শীতের মৌসুমেও বাজারে কোনো স্বস্তি নেই। সিন্ডিকেটের কারণে ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন। বাজার মনিটরিংও দুর্বল।”
অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, পরিবহন ব্যয় বৃদ্ধি, লোকাল সবজির কম উৎপাদন ও সরবরাহের ঘাটতির কারণে দাম বাড়ছে।

নিজস্ব প্রতিবেদক 



















