সিলেটের গোলাপগঞ্জে ছাত্র ও যুবসমাজকে নিয়ে সমাবেশ আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোলাপগঞ্জ উপজেলা ও পৌর শাখা। আগামী ২৯ নভেম্বর, শনিবার বিকেল ৩টায় গোলাপগঞ্জ পৌরসভার মাঠে এই সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি সিলেট–৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য প্রার্থী। এছাড়া তিনি জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম)।
সমাবেশের আয়োজন করছে উপজেলা ও পৌর যুব বিভাগ। আয়োজকেরা জানিয়েছেন, অনুষ্ঠানে ছাত্র–তরুণদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা হবে।

নিজস্ব প্রতিবেদক 



















