ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর সিলেটে মিষ্টি বিতরণ করেছেন এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সংগঠন।
সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নেন। রায় ঘোষণার পর তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেন।
এদিকে রায় ঘোষণাকে কেন্দ্র করে সকাল থেকে সিলেটে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। নগরীর বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো। রাস্তায় যান চলাচল স্বাভাবিক দিনের তুলনায় কম ছিল।

নিজস্ব প্রতিবেদক 



















