সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার পাঁচ পীরের মাজারের ভেতর থেকে উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে।
অজ্ঞাত সেই ব্যাক্তি সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার ১নং রোডের সুনামপুরের আব্দুল হাসিমের ছেলে আব্দুল মালিক। এর আগে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মরদেহটি উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ।
জানা যায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মাজারের ভেতরে এক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি কোতোয়ালী থানাকে জানানো হলে, পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে। এবং ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়

নিজস্ব প্রতিবেদক 


















