অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিলেট মহানগর যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) সাড়ে ১২টার দিকে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিরাই উপজেলার নতুন বাগবাড়ী গ্রামের ছুরত মিয়ার ছেলে ছাত্রলীগ নেতা উজ্জ্বল এবং রাঙ্গামাটিয়া গ্রামের ওয়ার্ড যুবলীগ নেতা সুকুমারকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অভিযানে গ্রেপ্তারকৃত আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

দিরাই প্রতিনিধি 


















