সুনামগঞ্জের দিরাইয়ে ব্র্যাক কর্তৃক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য বিষয়ে দক্ষ পরিকল্পনা, বাস্তবায়ন, ও বিশ্লেষণ জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলা ও প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য সম্মেলন কক্ষে ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির দিরাই জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প অফিসার আব্দুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শংকর চন্দ্র দাস।
বক্তব্য রাখেন-স্বাস্থ্য কমপ্লেক্সের
মেডিকেল অফিসার ডা.পিন্টু সরকার।
সভায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবা সহজপ্রাপ্য করা, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব অভ্যাস গড়ে তোলা বিষয়ক নানামুখী দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনস্বাস্থ্যের ওপর সরাসরি প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি, সহজ প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ ও স্বাস্থ্যবান্ধব জীবনযাপন গড়ে তোলা অত্যন্ত জরুরি।বক্তারা আরও বলেন,বিশ্বায়নের যুগে মানুষের সৃষ্ট কল-কারখানার কারণে পরিবেশের উপর প্রচুর প্রভাব পড়ছে।
বিভিন্ন দেশে যেভাবে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হচ্ছে তা পরিবেশের উপর চাপ বাড়ছে। এবং পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষিত হওয়ার কারণে রোগ সৃষ্টি হচ্ছে।
যে কারণে পরিবেশ দূষণ হয় সে কারণগুলি পরিহার করতে হবে।

দিরাই প্রতিনিধি 


















