বিজয় দিবসের দিনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—জকিগঞ্জ উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদ, বারহাল ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাই, কসকনকপুর ইউনিয়নের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শামিম আহমদ এবং জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা কৃষক লীগ সভাপতি আব্দুল আহাদকে গ্রেপ্তার করা হয়। একই দিন বিকেলে গ্রেপ্তার হন বারহাল ইউপি আওয়ামী লীগের ওয়ার্ড সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাই। এর আগে সোমবার রাতে পৌর ছাত্রলীগ নেতা আবু বক্কর ও উপজেলা আওয়ামী লীগ নেতা শামিম আহমদকে গ্রেপ্তার করা হয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, ‘ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানের আওতায় গ্রেপ্তারদের ২০২৪ সালের ৪ আগস্ট সংঘটিত একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার হওয়া শামিম আহমদ ও আবু বক্করকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার গ্রেপ্তার হওয়া আব্দুল আহাদ ও সাদেক আহমদকেও একই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

নিজস্ব প্রতিবেদক 


















