হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ী (মন্ডল কাপন) গ্রামের তরুণ দীপংকর দাশ দ্বীপের মরদেহ আগামী মঙ্গলবার দেশে পৌঁছাবে। দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে তাঁর লাশ বাংলাদেশে আনার ব্যবস্থা সম্পন্ন হয়েছে বলে পরিবার জানিয়েছে।
দীপংকর দাশ দ্বীপের মরদেহ মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে তার ছোট ভাই দীপংকর ধ্রুব।
দ্বীপের লাশ ফিরে পাচ্ছেন পরিবার—কিন্তু জীবনের পথে নয়, চিরনিদ্রার নীরবতায়। পরিবারের সদস্যরা জানিয়েছেন, যেভাবে তিনি বিদেশে পাড়ি দিয়েছিলেন স্বপ্ন নিয়ে, শেষমেশ তাঁকে ফিরতে হলো নিথর দেহ হয়ে—এটাই সবচেয়ে বেদনাদায়ক।
উল্লেখ্য, সিলেটের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও তরুণ প্রজন্মের প্রিয় মুখ দীপংকর দাস দ্বীপ বুধবার (১২ নভেম্বর) ভোর রাতে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিজস্ব প্রতিবেদক 



















