সিলেটের গোলাপগঞ্জ থানার ঢাকা দক্ষিন বাজারের এক কলেজ পড়ুয়া যুবক গত ১৯ অক্টোবর থেকে নিখোঁজ রয়েছেন। যুবকটি গত রমজান তার নিজের ইচ্ছায় ইসলাম গ্রহণ করেছিলেন।
নিখোঁজের দিন তার মা অসুস্থ দাদুর ডাক্তার দেখানোর জন্য তাকে ফোন করেন। পরে যুবকটি ফুফার সঙ্গে যোগাযোগ করে যাত্রা শুরু করেন, কিন্তু রাত ১১টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের অনুসন্ধানে জানা যায়, যুবকটি রাতেই অজ্ঞাত কারণে উধাও হয়েছেন।
ফুফা রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরও পুলিশ এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবারের লোকরা জানিয়েছেন যে যুবকটি হাসপাতালে আছে, কিন্তু কোন হাসপাতালে এবং কী কারণে সেখানে আছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হচ্ছে না।
স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রশাসন এবং পরিবার উভয় পক্ষের উদাসীনতার কারণে যুবকের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। ঢাকা দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও বিষয়টি খতিয়ে দেখেছেন এবং থানার ওসির সঙ্গে আলাপ করেছেন।
স্থানীয় সমাজকর্মী এবং ফুফা জানান, আগামীকাল পর্যন্ত যদি পুলিশ যুবকটির সন্ধান দিতে ব্যর্থ হয়, তবে তারা থানার সামনে অবস্থান কর্মসূচি নেবেন।
স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত নিখোঁজ যুবক এবং তার পরিবারের খোঁজ বের করবে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

নিজস্ব প্রতিবেদক 



















