হযরত শাহজালাল (রহ.) দরগাহ থেকে নিখোঁজ হওয়া দুই বছরের ছোট্ট শিশু তাজওয়ার হোসেন রাজকে উদ্ধার করা হয়েছে। শিশুটি ১৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিল। আজ, ১৬ নভেম্বর, হযরত শাহপরান (রহ.) মাজার শরীফ থেকে কালো বোরকা পরা মহিলার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, শিশুটি চুরির উদ্দেশ্যে ওই মহিলার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। পুলিশ এবং এলাকাবাসীর সতর্ক নজরদারির ফলে শিশুটি নিরাপদে তার পরিবারের কাছে ফিরেছে।
স্থানীয়রা সতর্ক করেছেন, এমন মহিলারা ছোট ছোট শিশু চুরি করে অন্যত্র বিক্রি করে থাকে। তারা প্রায়ই সুন্দরভাবে বা অভিনয় করে মানুষের ভ্রান্ত ধারণা তৈরি করে, যাতে সহজে কাউকে সন্দেহ না হয়। তাই অভিভাবকরা যেন সর্বদা তাদের সন্তানদের নিরাপদে রাখেন এবং সন্দেহজনক পরিস্থিতিতে সতর্ক থাকেন।
সবার সহযোগিতায় শিশুটি নিরাপদে উদ্ধার হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছে পরিবারটি।

নিজস্ব প্রতিবেদক 



















