সিলেটের হযরত শাহজালাল (রহ.) দরগাহ মাজারের এবাদতখানা এলাকা থেকে দুই বছরের শিশু তাজওয়ার হোসেন রাজ নিখোঁজ হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টা থেকে ১০টা ৩০ মিনিটের মধ্যে শিশুটি হারিয়ে যায় বলে পরিবার জানায়।
নিখোঁজ তাজওয়ারের বয়স ২ বছর। উচ্চতা প্রায় ২ ফুট ৬ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখ গোলাকার, চোখ-চুল কালো এবং শারীরিক গঠন হালকা-পাতলা। নিখোঁজের সময় তার পরনে ছিল টিয়া রঙের গেঞ্জি। তিনি সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলেন।
তাজওয়ারের মা জানান, সকাল ১০টার দিকে শিশুটিকে মহিলা এবাদতখানায় ঘুমন্ত অবস্থায় রেখে তিনি বাইরে যান। প্রায় অর্ধঘণ্টা পরে ফিরে এসে দেখতে পান শিশুটি সেখানে নেই। পরিবারের সদস্যরা মাজার এলাকা ও আশপাশে খোঁজ করেও কোনো সন্ধান পাননি।
ঘটনার পর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। কেউ তাজওয়ারের খোঁজ বা কোনো তথ্য পেলে ০১৭৯৩৩৪৯২৫২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে পরিবার।

নিজস্ব প্রতিবেদক 



















