সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল থেকে কুলাউড়ায় একটি কুকুরের কামড়ে ১৫–২০ জন আহত হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ ও নানা মন্তব্য দেখা গেলেও এ ঘটনাকে ‘অযাচাইকৃত গুজব’ বলে দাবি করেছেন স্থানীয় প্রাণীপ্রেমীরা।
স্থানীয় এক প্রাণীপ্রেমী আশিক জাহান সাইফ তার ব্যক্তিগত বার্তায় জানান, একটি কুকুর ১৫–২০ জন মানুষকে কামড় দিতে পারে—এমন ঘটনা বাস্তবসম্মত নয়। নিউজ করার আগে বিষয়টি যাচাই করা উচিত ছিল। এটা কুকুর না হয়ে যেন বাঘ—এমনভাবে খবর প্রকাশ করা হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ভিত্তিহীন এই খবরের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কুকুর নিধনের পক্ষে মন্তব্য করছেন, যা অত্যন্ত বাজে ও অমানবিক আচরণ।
তিনি আরও বলেন, অবলা প্রাণী ভুল করতেই পারে। তাই বলে একটি কুকুরের কারণে পুরো এলাকার কুকুরগুলোকে দোষারোপ করা ঠিক নয়। কুলাউড়ায় কোনো কুকুর নিধনের আগে প্রশাসনকে আমাদের—স্থানীয় প্রাণীপ্রেমী, সিলেট-ঢাকা বিভিন্ন রেসকিউ টিমসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও জবাবদিহি করতে হবে।
প্রাণীপ্রেমীদের আহ্বান—যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা, এবং মানুষের পাশাপাশি অবলা প্রাণীর প্রতিও দায়িত্বশীল হওয়া।

কুলাউড়া প্রতিনিধি 



















