, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
আমি নির্বাচিত হলে সাংবাদিক সমাজসহ সকলের কল্যাণে কাজ করবো: ইলিয়াসপত্নী লুনা বিশ্বনাথে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নেতা গ্রেফতার দিরাইয়ে ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩ দিরাইয়ে জলবায়ু পরিবর্তনে স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে ব্র্যাকের সমন্বয় সভা ইন শা আল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরবো: তারেক রহমান সিলেটে পাঁচ পীরের মাজারে পাওয়া অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত বিজয় দিবসে সিলেট ও হবিগঞ্জে দুর্ঘটনা ও অস্বাভাবিক মৃত্যু: একদিনে ঝরল অন্তত পাঁচ প্রাণ সিলেটে বিজয় দিবসের দিনে ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের ৫ জন গ্রেপ্তার সিলেট বিভাগের সীমান্তজুড়ে বিজিবির অভিযান, সাড়ে পাঁচ কোটির বেশি টাকার চোরাচালানি জব্দ সিলেটে জুয়া ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশি অভিযান: ১১ জন আটক

যানজট ও দূষণ কমাতে সিলেটে শতাধিক সাইক্লিস্টের র‍্যালি

পরিবেশ দূষণ রোধ, যানজট কমানো এবং নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে সিলেটে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে এবং দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হয় এই র‍্যালি।

‘নগর হোক সাইকেলবান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক’—এই স্লোগানে কয়েকশো সাইক্লিস্ট অংশ নেন র‍্যালিতে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে র‍্যালিটি চৌহাট্টা, কুমারপাড়া, শাহী ঈদগাহ, আম্বরখানা, সুবিদবাজার ও রিকাবীবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

তিনি বলেন, “যানজট কমাতে ও পরিবেশ দূষণ রোধে বাইসাইকেল দারুণ বিকল্প। এটি যাতায়াত সহজ করে, শরীর ফিট রাখে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ সমাজ গড়তে সবাইকে আরও সচেতন হতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপি’র উপ–পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত শেখ শরীফুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া উপস্থিত ছিলেন আরএফএল-আরএমআইএল বাইক অ্যান্ড এসটিএল–এর হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম এবং আরএফএল বাইকের ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন।

স্বাগত বক্তব্য দেন রাউন্ড টেবিল বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি ও র‍্যালির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি।

তিনি বলেন, “সাইক্লিং একটি টেকসই ও পরিবেশবান্ধব জীবনধারার প্রতীক। তরুণ প্রজন্ম এই অভ্যাস গড়ে তুলতে পারলে শহর আরও বাসযোগ্য হয়ে উঠবে।”

অংশগ্রহণকারীরা জানান, সাইকেল শুধু যানবাহন নয়—এটি আনন্দ, ফিটনেস ও পরিচ্ছন্ন নগর গড়ার একটি প্রতীক। তারা নগরীতে পৃথক সাইকেল লেন নির্মাণের দাবি পুনর্ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, বায়ুদূষণ ও জ্বালানি সংকট মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ পরিবেশ উপহার দিতে সাইক্লিংকে বিকল্প জীবনযাপনের অংশ হিসেবে প্রচার করাই ছিল এই র‍্যালির মূল উদ্দেশ্য।

ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাইক্লিস্টদের ভিড় জমে। র‍্যালির আগে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় সাইকেল স্ট্যান্ড শো, যা দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ যোগায়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এজাজ মাহমুদ রনি প্রধান অতিথিসহ গুরুত্বপূর্ণ অতিথিদের হাতে স্মারক সম্মাননা তুলে দেন।

জনপ্রিয়

আমি নির্বাচিত হলে সাংবাদিক সমাজসহ সকলের কল্যাণে কাজ করবো: ইলিয়াসপত্নী লুনা

যানজট ও দূষণ কমাতে সিলেটে শতাধিক সাইক্লিস্টের র‍্যালি

প্রকাশের সময় : ০৭:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫

পরিবেশ দূষণ রোধ, যানজট কমানো এবং নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে সিলেটে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশের আয়োজনে এবং দুরন্ত বাইসাইকেলের সহযোগিতায় শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হয় এই র‍্যালি।

‘নগর হোক সাইকেলবান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক’—এই স্লোগানে কয়েকশো সাইক্লিস্ট অংশ নেন র‍্যালিতে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে র‍্যালিটি চৌহাট্টা, কুমারপাড়া, শাহী ঈদগাহ, আম্বরখানা, সুবিদবাজার ও রিকাবীবাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

তিনি বলেন, “যানজট কমাতে ও পরিবেশ দূষণ রোধে বাইসাইকেল দারুণ বিকল্প। এটি যাতায়াত সহজ করে, শরীর ফিট রাখে এবং পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুস্থ সমাজ গড়তে সবাইকে আরও সচেতন হতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমপি’র উপ–পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত শেখ শরীফুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, উপ–পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া উপস্থিত ছিলেন আরএফএল-আরএমআইএল বাইক অ্যান্ড এসটিএল–এর হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম এবং আরএফএল বাইকের ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন।

স্বাগত বক্তব্য দেন রাউন্ড টেবিল বাংলাদেশের সাবেক জাতীয় সভাপতি ও র‍্যালির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি।

তিনি বলেন, “সাইক্লিং একটি টেকসই ও পরিবেশবান্ধব জীবনধারার প্রতীক। তরুণ প্রজন্ম এই অভ্যাস গড়ে তুলতে পারলে শহর আরও বাসযোগ্য হয়ে উঠবে।”

অংশগ্রহণকারীরা জানান, সাইকেল শুধু যানবাহন নয়—এটি আনন্দ, ফিটনেস ও পরিচ্ছন্ন নগর গড়ার একটি প্রতীক। তারা নগরীতে পৃথক সাইকেল লেন নির্মাণের দাবি পুনর্ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, বায়ুদূষণ ও জ্বালানি সংকট মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ পরিবেশ উপহার দিতে সাইক্লিংকে বিকল্প জীবনযাপনের অংশ হিসেবে প্রচার করাই ছিল এই র‍্যালির মূল উদ্দেশ্য।

ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাইক্লিস্টদের ভিড় জমে। র‍্যালির আগে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় সাইকেল স্ট্যান্ড শো, যা দর্শনার্থীদের মধ্যে বাড়তি উৎসাহ যোগায়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কর্মকর্তা এজাজ মাহমুদ রনি প্রধান অতিথিসহ গুরুত্বপূর্ণ অতিথিদের হাতে স্মারক সম্মাননা তুলে দেন।